১৭৪.
প্রেম তিয়াসা বক্ষ মাঝে পাই কোথা বল শীতল জল
পাইনা ভেবে আমায় নিয়ে কেনো যে তার এতো ছল,
অন্তর মাঝে পাই যেমনই চোখ মেলিলে পাইনা আর
পাগলপারা মন যে আমার কোথায় তাঁরে পাবো বল।