১৭৩.
পাপ সায়রে নিমজ্জিত মনুষ্যত্বের নাই'রে বালাই
ভূলন্ঠিত মানবতা অন্যের কষ্টে বাজায় সানাই,
উগ্রবাদী জুলুমবাজি চলছে হরদম জমিনের পর
এ সবে যে রয় অবিচল সত্যিকারে তার ঈমান নাই।