১৭২.
ধর্মের কর্ম নিজের মতোই ধর্ম কি ভাই এতোই সোজা
অধার্মিক জন বয়'যে সদা তারই কর্মের পাপের বোঝা,
ধর্মের নামে নিজের পূজায় ব্যাস্ততা যার জগত মাঝে
আপনা খ্যাতি যার অভিলাষ বৃথা যে তার নামাজ রোজা।