১৭১.
কোন ভ্রমরা গুন-গুনিয়ে গাইলে এসে মোর বাগান
জুঁই চামেলি মান করিছে তাই ধরেনা কোয়েল গান,
শূন্য বিজন নাইরে স্বজন প্রিয়া যে মোর দূরের গাঁয়
এই নিশীথে একলা জাগি প্রাণটা করে যে আনচান।