১৭০.
বিপন্নকে করবে উদ্ধার আছে ধরায় কার উপায়
উদ্ধারিতে সফল সে জন আল্লাহ যাহার হয় সহায়,
তাঁহার খেদের কারন হলে হারাবে যে উভয় কূল
ক্রোধ নিওনা ওগো প্রভু তোমার দয়ার রই আশায়।