১৬৯.
বাজাইওনা ও রাখালি এমনি ধারার করুণ সুর
তোমায় আমায় মাঝে বহে লক্ষ হাজার যোজন দূর,
না পারি ভার সইতে যে তার অন্তরে খেদ রয় যে খুব
হৃদ হরা ঐ মায়ার সুরে যায় গো ঝরে আঁখির লোর।