১৬৮.
আজো সাজাই কথার মালা কুঞ্জবনে রই একেলা
রই দাঁড়িয়ে সেই পথের বাঁক যেথা দেখা হয় পহেলা,
কাঁপা আঁখির অই চাহনি অন্তরে মোর ধরায় কাঁপন
সেই স্মৃতি আজ হৃদয় থেকে যায় কি কভু মুছে ফেলা?