১৬৭.
ভালো কি আর লাগে অত কিশোর বেলার মতো
খেলার ছলে মিষ্টি হেসে বোলতে কথা কতো,
বোলতে তুমি ছাড়বে না হাত থাকবে ওগো পাশে
সেই তুমি আজ অন্য কারোর হইলে অনুরত।