১৬৬.
আড়ে আড়ে দ্যাখবো কতো বলবো এবার মনের কথা
মানছি না আর কোন বাঁধা করিস না গোল আর অযথা
নিত্য সাজাই কথার মালা তার লাগি আজ প্রাণ উতলা
চোখের আড়াল হইলে পরে পাই না যে আর যথাতথা।