১৬৫.
লাল গোলাপে হৃদয় দোলে নব প্রেমের জোয়ার তুলে
প্রথম প্রেমের মিষ্টি ছোঁয়ায় ঢেউ উঠিছে হৃদয় কূলে,
দ্যাখলে গোলাপ তার শোভাতে উঠে ফুটি প্রিয়ার বদন
তার খোঁপা'টি সকাল সাঁঝে দিই ভরিয়ে গোলাপ ফুলে।
🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️
(আসরের সুযোগ্য কবি
"মোঃসিরাজুল হক ভূঞা" সাহেবের
<খাঁটি প্রেম লাল গোলাপে>পাঠে অনুপ্রাণিত হয়ে
আমার ক্ষুদ্র এই প্রয়াস,আলহামদুলিল্লাহ,তাই এই রুবাই'টা প্রিয় সম্মানিত কবির উদ্দেশ্যে উৎসর্গ করছি)
®=================================