১৬৪.
অখিল ধরার যেই দিকে চাই দেখি শুধুই ব্যাপ্তি তোমার
তুমি বিহীন ধরার মাঝে যা'ই দেখি সব নিত্যই অসার,
তোমার দয়ায় নিখাদ কাফের তার বুকেতে ফুটে যে ফুল
পথ হারা সেও পায়'গো সুপথ আসে যদি ফিরে আবার।