১৬৩.
ও সাকি তোর সুরা'র সাথে আজকে বড়ো শক্রুতা
করবো না আর তার সাথে সই নিত্য নতুন সখ্যতা,
নিজকে চেনার উপায় এবার খুঁজি আজি এই আমি
বেহিসাবীর টানবো হিসাব নাই'রে তেমন যোগ্যতা।