১৬২.
দিবানিশি মশগুল সদাই ইশকে পরান রাব্বানা
এক লহমার ক্ষীণ জ্ঞানে পাইনা খুঁজে আস্তানা,
তিয়াসে তাঁর অন্তর পুড়ে চাইনা সাকি তোর সুরা
তাঁর সেই ধ্যানে এই গরীবে হলো আজি মস্তানা।