১৬১.
রক্ত আঁখি ভয় করে তুই থাকবি যতই অনির্বাদ
মুখটি বুঁজে থাকার তরেই পড়বে পিঠে কষাঘাত,
ঘুরে এবার দ্যাখ দাঁড়িয়ে উৎপীড়ক সব দেবে ছুট
সহন নীতি ছাড়'রে বেহুশ কর'রে এবার প্রতিবাদ।