১৬০.
কার শুনি ঐ দূরের বাঁশি বাজনা মোহন সুর
সুর যেন নয় বিষের শায়ক বিঁধলো অন্তপুর,
হৃদের দহন ভীষণ জ্বলন  অন্তর পুড়ে খাক
তার'ই লাগি এই পরাণে ছুটছে প্রেমো তোড়।