১৫৯.
এক গাছ হতে সবাই মিলে নিবি কত আর তালকাঁড়ি
গাছটার কথা ভাব'রে এবার করছে কত আহাজারি,
পাষাণ প্রাণে নিশ্চলার গায় যাচ্ছিস করে তুই ঢের ক্ষত
বাহাদুর কি হয় সে জনা ভাঙে যে জন মাটির হাঁড়ি।