১৫৮.
কে আছ ভাই বোলতে পারো কার ঈমানে জোর কত
কেনো রে ভাই আমায় নিয়ে চলছে নানান মত অতো,
নামাজ কালাম জানলেই বুঝি জান্নাতে তার হবে ঠাঁই
নিজ খতিয়ান দেখো'রে ভাই করছো কতক হৃদ ক্ষত।