১৫৭.
পরান বাঁধা সেই সে  ঘাটে বাদাম তোলা নায়
সকাল সন্ধা যাই ছুটে যাই হিজল তলার ছায়,
এই শরতেই আসবে সে যে আশায় বাঁধি বুক
কতো পথিক পার হলো সই সে এলোনা হায়।