১৫৬.
শিয়র পাশে গুন-গুনিয়ে কোন ভ্রমরা গান গায়
ওলো সখী বলিস তারে শিকল বাঁধা মোর পায়,
যায় ছুটে প্রাণ তার সুরে আজ চক্ষে নামে বারি
তাহার কাছে যাবার কোন নাই সখী নাই উপায়।