১৫৫.
আইসো সখা আমার বাড়ি এই না ভাদর মাসে
বসতে দিবো তালের পাটি পূর্ণিমার চাঁদ হাসে,
পিঠা পুলির হরেক বাহার সাথে বরণ ডালা
করবো শীতল মনের গেহ তাল পাখার বাতাসে।