১৫৪.
যখন আমি হবো আড়াল পাবে কী সই মোর খবর?
তোমার কাছে ফের কখনো করবো না'ক আর সফর,
আঁখির আগে দ্যাখবে সবই আমিই শুধু রইবো না
সেইদিন তুমি কার সাথে আর বাঁধবে সখী এই সমর।