১৫৩.
কোন উদাসী বাজাও বাঁশি এমনি ধারার মধুর সুর
সুর লহরীর ভাঁজে ভাঁজে খুশীর মাতম অন্তপুর,
দু'চোখের নিদ নিলে কাড়ি অন্তরে আর নাই স্থিতি
যাওগো বলে কোন গাঁয়ে বাস থাকো তুমি কোন সুদূর।