১৫২.
তোমার সাথে যেতেই রাজি ঐ না বকুল তলায়
তোমার হাতে পরবো প্রিয়া ফুলের মালা গলায়,
অনেক সয়ে এ বেলাতে পেলাম ওগো প্রেমো ধন
এই মিনতি রাখছি তোমায় দূর ঠেলোনা হেলায়।