১৫১.
ঝড়ের ইঙ্গিত দ্যাখেই নাবিক যদি খুঁজে নদীর কূল
নাবিক হওয়া সাজেনা তার এটাই যে তার চরম ভুল,
মরণে যার নাই'রে ভীতি সেই'তো সদাই হয় অমর
বিনাশ যবে নিশ্চিত ভালে ছাড়না এবার মায়ের কোল।