১৫০.
নামছে আজি অঝোর ধারায় ধরার বুকে বৃষ্টি মধুর
মনে পড়ে সেই সে কথা মোদের ছিলো এমন দুপুর,
সেই যে গেলে আসবে বলে বৃষ্টি ভেজা এমনি দিনে
তার প্রতীক্ষায় এ বেলাতেও রাখছি ধরে দৃষ্টি সুদূর।