১৪৯.
নাই'তো কোন ভয় হারাবার ঈমান মজবুত আছে যার
আল্লাহ প্রেমে পাগল যিনি তার'তো কিছু চাইনা আর,
তাঁর খুশিতেই মন মাতায় সে ভুবন ভুলে রয় ঘোরে
চাইলে প্রভু বিনা দ্বিধায় ভর দরিয়ায় দেয় সাঁতার।