১৪৮.
শিরাজ দেশের লাল শিরাজী আনছে সাকি পিয়ারা
আতর চন্দন ছিটাই ঘরে করছে আজ চোখ ইশারা,
পরানে টান লাগলো আজি ঐ ঘোরেতে রই বেঘোর
আজকে কোন নাই'ক বাঁধা পাইছি সাকির আশকারা।