১৪৭.
শিয়র পাশে রাখলে শিউলি কোন সে ওগো মনচোর
যতই খুঁজি পাইনা নাগাল দিবানিশি রই বেঘোর,
বাঁধলে এ কোন মায়ার ডোরে ছিন্ন করি সাধ্যি নাই
পাইলে তোমায় চাইনা কভু ঐ জান্নাতের প্রিয় হুর।