১৪৫.
সাজি সাজাই রই বসে রই কদম তলায় একা
সারা বাদল মাথার উপর নাই যে তাহার দ্যাখা,
তপ্ত ধরার শীতল সব'ই আমার বক্ষেই খরা
ভর আষাঢ়েও রয় তিয়াসা এই কী ভাগ্য রেখা।