১৪৩.
গীবতকারীর মন্দ কথায় ফুঁসছে প্রিয়া চন্দনা
ক্যামনে বুঝাই ধার ধারিনা ও সব লোকের গঞ্জনা,
কোন সে প্রেমে হই'রে মাতাল আনজনে কী তা জানে
বুঝতো যদি ঐ নরাধম পরের নিন্দা করতো না।

🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️

(আসরের সুযোগ্য কবি  
"সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি" আমার গতকালের
রুবাইয়াৎ-ই-রেজাউল (১৪২) এর মন্তব্য কলামে চমৎকার এক রুবাই লিখে যান যা সত্যিই মুগ্ধকর, তার সেই রুবাই পড়তে গিয়ে আমিও একটি  রুবাই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, তাই এই রুবাই'টা প্রিয় সম্মানিত কবির উদ্দেশ্যে উৎসর্গ করছি)