১৪২.
দিবানিশি সাকির সুরায় মত্ত হয়ে রই পড়ে রই
এক পৃথিবীর বেদন যত ঐ ঘোরেতে সকলি সই,
দ্যাখছি কত সাধুরবেশী সত্য মিথ্যার খায়'রে মাথা
হতেই পারি শরাব প্রেমী তোদের মত ভণ্ড'তো নই।