১৪১.
তোমরা গড়ো পাপের প্রাসাদ ভয় কর না আর কিছু
আমি না হয় সুরা'র প্রেমে তোমরা কেনো নাও পিছু,
সুদ ঘুষ সাথে আরও আছে লোক ঠকানোর মহা ধুম
মেকি কান্না দেখাতে লও চোখ মুছতে ভেজা টিসু।