১৪০.
কে বলে রে মাতাল আমায় সাধ করে কী লই সুরা
এমন ভালো নাই'রে আমার ভাগ্যে আছে ফুল তোড়া,
বাঁধ সাধেনা বোলতে মাতাল তোমরা যারা উঁচু জন
মদের চেয়ে অধিক মাপের পোষ'ছ পাপের বিষফোঁড়া।