১৩৯.
ওমা তোমার কোটি ছেলে আমরা সবে নবীন প্রাণ
আনবো সুদিন ঘুচবে আঁধার রইবে না আর অসমান,
তোমার বুকে জালিমের রাজ মানবো না'ক এক ছিটে
জুলুমের আজ করবো বিনাশ আসুক যত ঝড় তুফান।