১৩৭.
স্বর্গ সম হয় কী ধরা তবু কিসের এতো টান
বাংলা মায়ের মায়া ছেড়ে চায় না যেতে কেনো প্রাণ,
পাখ-পাখালীর কিচিরমিচির সকাল সন্ধ্যা মন মাতায়
ঢেউ খেলে যায় হৃদয় মাঝে স্রোতস্বিনীর কলতান।
১৩৮.
নয়ন জুড়াই বাংলা মায়ের মুগ্ধ করা রূপ'টি হেরি
সবুজ শ্যামল মুগ্ধ গাঁয়ের পড়ছি প্রেমের পায়ে বেড়ি,
খাল বিলের ঐ শালুক পাড়ার ফুলের নেশা হৃদয়ে ঢের
স্ব-গৌরবে মায়ের শোভা বিশ্বের মাঝে করি ফেরি।