১৩৬.
মান করোনা ওগো আমার সোনা বৃষ্টি দিদি
তোমার ব্যথা ফলা'র মতন বক্ষে যায়'গো বিঁধি,
কারো সুখে ভাসো তুমি অন্য কে ক্যান কাঁদাও
এমন ধারার করলে বিচার ধরবে তোমায় নিধি।

🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️
(আসরের প্রিয় কবি'দিদি  
"রীনা বিস্বাস হাসি(মৈত্রীয় কবি) আমার গতকালের
রুবাইয়াৎ-ই-রেজাউল (১৩৫) এ কমাণ্ড করতে গিয়ে বলেছিলেন " আমাদের কোলকাতায় বৃষ্টি রাণী এখনো নামেনি, আমি কমাণ্ড পড়তে যেয়ে আর একটা রুবাই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, তাই এই রুবাই'টা প্রিয় দিদির কর কমলে উৎসর্গ করছি)