১৩৫.
অবশেষে ভাঙলো বুঝি বৃষ্টি রাণীর মান
খোকা খুকী ভিজছে জলে ছুটছে খুশীর বান,
জল তিয়াসা মিটলো ধরার তৃপ্ত সবুজ বন
ঘুচবে এবার তীব্র খরা খুশী চাষির প্রাণ।