১৩৪.
মৌ বনে আজ গায়'রে ওলি মিষ্টি মধুর সুর তুলি
সুর লহরির মায়ার টানে যাই গো সকল দুখ ভুলি,
খুশির মাতম উঠলো যে আজ এই না হৃদের অন্তপুর
আয়'না সাকি প্রাণের পরে ঢাল'রে শরাব দিল খুলি।