১৩৩.
আমার ভালো আমিই বুঝি আর জনের কি তাতে
চোখ রাঙানোর ভয় করিনা নাই থাকো মোর সাথে,
রাজ্য আমার আমিই রাজা ধার ধারিনা আর কার
যতোই করো লাফঝাঁপ নাটাই কিন্তু আমার হাতে।