১৩১.
পলকে কে দাঁড়ালে মোর হৃদয়ের খুব চেনা পথে
কতকাল পর অনুভব জাগে এলো যেন প্রিয়া রথে,
এদিক ওদিক ব্যস্ত আঁখি বিবাগী মোর চঞ্চল হিয়া
অন্তর পুড়ে তীব্র দহনে পাই না তারে কোন মতে।