১৩১.
চক্ষে আমার দারুণ তৃষা পাই যদি গো তাঁর দ্যাখা
আসমান জমিন পাহাড় নদী করি'গো খুঁজ রোজ একা
কোন সাধনে পাই'গো তারে আঁখির বানে যাই ভাসি
পাইনা ভেবে আছে কি মোর অমন ধারার সুখ লেখা।