১৩০.
নিস্তব্ধতার এই নিশীথে তোর তিয়াসে মন রয় অধীর
চাইনা আজি সাকির সুরা আয়'না সখি খেলবো আবির
রঙ ছিটাবো সারা অঙ্গে ভাঙবো'রে তোর লজ্জা শরম
মানবোনা'ক কোনই বাঁধা থাকনা যতই বাঁধার প্রাচীর।