১২৯.
পাপের ঘড়া পূর্ণ কী তাই অগ্নিমূর্তি এই ধরা
ভর আষাঢ়ে নাই'রে পানি চতুর্দিকে বয় খরা,
আল্লাহ তুমি রহম করো পাপীর পানে না চেয়ে
নাও না তুলে ক্রোধ গো আজি তপ্ত দাহ প্রাণ হরা।