১২৮.
নাই যদি তোর বুকে মায়া কে বলে'রে তুই দেবী
স্বার্থ সিদ্ধি অন্তরে যার ক্যামনে হয়'রে সে সেবী,
ক্ষুধার পেটে ঢেলে অনল যাচ্ছিস নেচে তা ধিনধিন  
তোর অনলেই ভস্ম হবে অতি সাধের তোর বেদি।