১২৭.
কাজল আঁখি সজল করে তাকিওনা আর
জলাঞ্জলী দিয়েছি আজ সব চাওয়া পাওয়ার,
রেখোনা আর স্মৃতি আমার হৃদে আছে যা
করবো না'ক দাবী হোক না মরণ আকাঙ্ক্ষার ।