১২৬.
যদি আমায় থামতে বলো তোমার ও পথ হতে
বলবো আমি ভাসছো মিছে দুঃস্বপ্নের সেই রথে,
অনেক ভেবে স্থির করেছি ছাড়বোনা সেই পথ
আসুক বাঁধা থাকবোই অটল নিজস্বতার মতে।