১২৫.
বিরহিত প্রাণে আমার আকুল তিয়াস যতো
খুঁজে ফিরি ভুবন মাঝে বিফল ভাগ্যহত,
বেদন বাজে বুকের ভেতর প্রেমিক হৃদয় আশে
প্রেম বিলায়ে সবার মাঝে দুখ পাই শত-শত।