১২৪.
চক্ষু জ্বলে আলোর রোশনাই তবু খুঁজি সেই জ্যোতি
পাই যদি তার একটু ছুঁয়াচ চাইনা সুখ আর এক রতি,
নিমিষেই পার হবো ক্ষিতি থাকনা পিছে রাজার রাজ
অনুপ বিভা'য় বিভোর হৃদয় ভয় করিনা লাভ ক্ষতি।