১২১.
ধরার বুকে এলে তুমি সবার প্রিয় নজরুল
তোমার প্রেমে তোমার গানে করলে সদা মশগুল,
পাষাণ ভেঙে জাগাতে প্রেম সাম্যের জয়গান গাও
তোমার বিভা বিশ্বের বুকে জাগায় নব শোরগোল।

১২২.
বাজাও তুমি অগ্নিবীণা ভুবন মোহন সুর
করলে আপন সুরের মায়ায় ছিলো যত দূর,
রূঢ় বুকেও সুখ ফোয়ারা প্রেমের সোহাগ জল
সাম্যবাদের ফুল ফুটিয়ে বাঁধলে বাহু ডোর।

১২৩.
বিষের বাঁশি অধর পরে হৃদে শীতল জল
অন্তরেতে বয় সাহারা আঁখি ছলছল,
প্রেম পিয়াসি জনম দুখী নাই যে কোন কূল
প্রেম বিষাদের আনলে বারি হৃদয়ও অতল।


💗 প্রিয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 💗
                 🌹🌹🌹🌹🌹🌹