১১৮.
সাঁঝ বেলাতে নদীর ধারে দ্যাখে এলাম কোন সে মুখ
তার বিহনে উথাল পাথাল  হৃদয় গাঙের নাইরে সুখ,
ভর যৌবনের মাঝ দুপুরে মনের দরজায় দেয় টোকা
একবার তারে পাইলে দ্যাখা ঘুচত আমার মনের দুখ।